দাঁড়িয়ে ছিলাম জানালায়
তুমি কী এসেছিলে?
আমি তো অপেক্ষায় ছিলাম।
যখন তোমায় ভীষণ মনে পড়ে
তোমায় দেখতে ইচ্ছে হয়।
অপেক্ষার প্রহর গুণি
কবে আসবে তুমি
তোমাতেই অপেক্ষা তোমাতেই ভালোবাসা আত্মসর্মপন
সত্যিই বারবারই তোমাকেই মনে পড়ছে
বলতে ইচ্ছে করছে চিৎকার করে
ভালোবাসি ভালোবাসি তোমাকে
তোমাকে দেখার এত এত প্রবল ইচ্ছে জাগে
তোমারও কী তাই লাগে?
তোমার সেই মায়াবী মুখখানি আমার হৃদয়ে খোঁচা দিয়েছে
তোমারে না দেখলেই মনটা অনুপস্থিতির যন্ত্রণায় ছটফট করে
তুমি কবে যাবে এই পথ দিয়ে
বাতাসে সৌরভ মাখিয়ে হেঁটে যাবে
মিষ্টি সুরে কথা বলবে
হাসি দিয়ে হৃদয় উজাড় করে বলবে
ভালোবাসি তোমাকে
আর কেউ যেন না আসে মোর জীবনে।
আমার অক্লান্ত এই মন
থাকলো জুড়ে তোমাতেই আজীবন।
আমি আমার মতো করে তোমাকেই চাই আমার প্রার্থণায়
তোমাতেই যে কত প্রমাণ এই পৃথিবী সাক্ষী।

আমি এখনও জানালার পাশে বসে কবিতা লিখি
তোমার অপেক্ষায় থাকি
তুমি আসবে তুমি যাবে
পিছন ফিরে একবার একটু খানি দেখি।
তুমি আমার চোখে চোখ রেখে একটু তাকাও না প্লিজ
আমি তোমাতেই দেখি ভালোবাসার অনুভূতি।
এই পথ দিয়ে তুমি এসো তুমি যাও
আমার খোঁজ একটু নিও
আমি যে তোমায় ভালোবাসি,
আমারে একটু বুঝ।