তুমিহীন এই শহরটাই
মনে হয় কিছু একটা যেন নেই
বারবার অনুপস্থিতির অনুভূতি নাড়া দেয় হৃদয়ে
চার দিয়ে কত পরিবর্তন
শুধু তুমি নেই
আলো বাতাস রাস্তা
কোথাও তোমার ছায়া নেই
বাতাসে সুবাসিত ঘ্রাণ নেই
কত মানুষের ভীড়
তবুও বারবার মনে হয়
তুমি নেই তুমি নেই
তুমি এই শহরে ছেড়ে গিয়েছো চলে
জানি না কবে আসিবে ফিরে
তোমাকে দেখার বড় ইচ্ছা জাগে
তুমি কি সেই হাসির মুখে আসবে ফিরে
সেই ভবনগুলো বাতিস্তম্ভের মতো দাঁড়িয়ে
অথচ তোমার কোন দেখা নেই
অনেক ইচ্ছে করে ফিরে আসি তোমার শহরে
আবার দেখবো তোমায় হাসিমুখে
আকাশের দিকে তাকিয়ে রই
তোমার আমার একই আকাশ
অথচ আমি তোমায় দেখি না
তুমি আছো হৃদয়ে
রয়ে যাবে চিরকাল
এই শহরের আলো বাতাসে