আমি তোমারে প্রতিদিন দেখিতে পায়
আমার মনের ছায়ায়
তুমি কী আমায় দেখ না?
তোমার প্রতি কত মায়া
তুমি কত সুন্দর মায়াবী
তোমার মাঝে আমি আমাকেই খুঁজি
তোমার ঐ মিষ্টি স্নিগ্ধ হাসি
কতই না ভালোবাসি
আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি
যেন সারাজীবন তোমার পাশে থাকি
হাতে হাত রেখে বহুদূর চলি।
নতুন নতুন স্বপ্ন সাজাই
আর স্বপ্নের গল্প বলি
তুমি কী আমার দুঃখের ভাগ নিবে?
আমি সুখের দিনে তোমায় স্বীকৃতি দিব আপন করে।
আমার তো তোমাকেই লাগবেই
তুমি ছাড়া আমার গতিহীন পথ কোথায় যাবে মিলে
আমার যে নিঃসঙ্গ মন তোমার মনে গিয়ে মিলে
চলো হাতে হাত রাখি
চোখের দিকে তাকিয়ে বলি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসার অনুভূতি যে আসলেই সুন্দর
তা যেন আমরা বুঝতে পারি
আমি তোমারে আমার সবটা দিয়েই ভালোবাসি
তুমি যেমনই হও
আমি তোমার মায়ার বিভোর থাকি
তুমি আমাকেই একটু খুঁজে নিও
হৃদয়ের কোন গহীন কোনে
অথবা তোমার আশেপাশে
আমি তোমার পাশেই আছি
পারলে একটু ভালোবেসো
কারণ আমি তোমায় ভালোবাসি
তোমার মায়ায় জড়িয়ে গিয়েছি
আমি তোমার মায়াতেই আসক্ত
চিরদিন তোমায় ভালোবাসি