এই পথ দিয়ে কি তুমি হেঁটে যাও?
আমি বাতাসে তোমার সৌরভ খুঁজে পাই
উপর থেকে মিষ্টি গলায় কি
তুমি গান গাও?
আমি আমার  প্রিয় গানগুলো শুনতে পাই।

তোমার অভিমানে আমি ভালোবাসা দিতে চাই
একটা সুন্দর হাসি দেখতে চাই
যে হাসিতে ফুটে উঠে অপরূপ সৌন্দর্যের উত্তাল ঢেউ  চোখ ফেরাতে চাই না আমি
তোমার এই মায়ায়
তুমি কী আমায় বাসবে একটু ভালো
কথা দিচ্ছি সবটুকু দিয়ে ভালোবাসবো
তুমি আমায় একটু বাসো ভালো।

আমি হয়ে যাব তোমার
তুমি হবে আমার
স্বপ্ন বুনতে বুনতে
জীবন রাঙাব মাধুর্যময়
বাসিব মোরা ভালো।