আমি হঠাৎ একদিন তোমাকে পেয়ে যাব
তুমি কল্পনাও করিতে পারিবে না
তবে তুমি ভেবে নিও তোমাকে পাওয়ার জন্য যে দোয়া তা কবুল হয়ে গেছে
তাই তুমি আমার হয়েছ
তোমাকে পাওয়ার জন্য কত আকুতি মিনতি
আমার তোমাকেই লাগবেই
আমি তোমার হতে চাই
তাইতো সারাদিন মহান রবের কাছে
তোমাকেই চাই
পাই না পাই আফসোস নাই
তবু বলতে পারব ঐ রবের নিকট
এত চাওয়ার পরও কেন তোমাকে না পাই?
তুমি আমার হয়ে যাও
হঠাৎ একদিন তোমাকে পেয়ে যাব ইনশাআল্লাহ
আর ভেবে নিও
আমার দোয়া কবুল হয়ে গিয়েছে
তুমি আমার হয়ে গিয়েছো