ভুল করে তোমাকে চেয়েছিলাম
তুমি যে এত দামী
আমি জানতাম না
আচ্ছা বল তো
এত কিছু পাওয়ার এই দুনিয়াতে
তোমাকে পাওয়া এত কঠিন কেন?
তোমাকে পাওয়া সত্যিই অনেক কঠিন
ভুল করে যে তোমাকে চেয়েছিলাম
এই ভুলের অনুভূতি মারাত্মক সুন্দর বটে
তবে তোমাকে না পাওয়ার অনুভূতি
সত্যিই অনেক কষ্টকর লাগে।
এই পাওয়া,না পাওয়ার প্রতিযোগিতায় আমি ভীষণ ক্লান্ত