আমি জানি যে
তুমি আমার হবে না
কিন্তু কেন জানি
তোমার স্মৃতি ভুলতে পারি না
আমি তোমায় চাই
সুসময় দুঃসময়
আমি তোমার বন্ধু হিসেবে পাশে থাকতে চাই
আমি তোমার মাঝে
আমাকে খুঁজে পাই
তোমাকে ভুলার উপায় খুঁজে না পায়
ওয়ালপেপার আর পাসওয়ার্ডে
তোমাকে দেখতে পাই
সব সুন্দর যেন তোমাকে মনে করিয়ে দেয়
তুমি ছিলে তুমি থাকবে
হৃদয়ের গহীনে
আমি তোমায় খুঁজে পেতে চাই
ভালবাসার হাতছানি দিয়ে