তোমাকে ছাড়াও আমি বাঁচব
প্রয়োজনে পৃথিবীতে আরও গাছ লাগিয়ে সবুজে সবুজ করে দিব।
তারা আমায় বাঁচাতে এগিয়ে আসবে
তুমি তো আমার অক্সিজেন না
তাই তুমি ছাড়াও জীবন চলবে
তুমি থেকে গেলেও পারতে
পাশে থেকে হৃদস্পন্দন স্বাভাবিক করে রাখতে
তুমি ছেড়ে চলে যাওয়াতে কষ্ট হচ্ছে না
তবে তোমার কথা মনে পড়লে
হৃদয়ে কেন আবেগ আসে?
আমি আর কাউকে ভালোবাসতে চাই না
মনে হয় কেউ সহ্য করতে পারবে না
তুমিও তো পার নি
এত এত করে চাওয়ার পরও তুমি আমার হও নি
আমি তোমার হতে চেয়েছি
ভালো তোমায় বেসেছি
তুমি আমার মাঝে তোমাকে পাও নি
জোর করে যে ভালোবাসা হয় না
তাও আমি জানি
তুমি আমার অক্সিজেন না
যে তোমাকে ছাড়া আমি বাঁচব না
প্রয়োজনে গাছ লাগিয়ে সবুজে সবুজ করে দিব
তারা আমায় সেরাটা দিবে নিজেকে নিয়ে বাঁচতে