প্রথম দেখাতেই তোমাকে ভালোবাসি
তোমার দিকে তাকিয়ে থাকি বারবার
তোমার অপেক্ষায় থাকি সেই সময়
যখন তুমি আসবে মিষ্টি হাসি দিয়ে প্রবেশ করবে
মায়াবী চেহারায় কথা বলবে
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
তোমার মায়ায় আটকে গেছি
আমি আজও তোমার অপেক্ষায়
তুমি আসবে ভালোবাসা গ্রহণ করবে।
তোমাকেই বললাম আমি তোমায় ভালোবাসি
তুমি তো গ্রহণ করলে না মোর ভালোবাসা
তুমি কী ভেবেছিলে এটা ছিল সবই ছলনা
মোটেও না
তোমাকে  ভালোবাসি মন থেকে
এই কথা মিথ্যা হতে পারে না।
তুমি তোমার অবহেলায় করে দিলে পর
আমি যে তোমায় ভালোবাসি
এটা তুমি বুঝলে না কেন বল?