আমি যাকে ভালোবাসি
সে খুব ভালো করেই জানে আমি তাকে ভালোবাসি
সে যদি আমারও না হয়
তবুও তাকে ভালোবাসি
সে যদি অন্যের হয়ে ভালো থাকতে পছন্দ করে
তবুও তাকে ভালোবাসি
সে আমায় যত ঘৃণা আর অবহেলা করুক না কেন
তবুও তাকে আমি ভালোবাসি
মনের মনি কোঠায় যার স্থান
তাকে কী করে ভুলা যায়?
আমার তো ঘৃণা হয় না
অপমানে অভিশাপ আসে না
কারণ তাকে আমি সত্যিই ভালোবাসি
আসলে ভালোবাসার আলাদা একটা প্রভাব আছে
তুমি তো বুঝবে না
কারণ তুমি তো আমায় ভালোবাসোনি
এত অবহেলা কেন কর বুঝি না
আমি বারবার চিৎকার করে বলতে চাই
আমি তোমায় ভালোবাসি
খুঁজে নিও প্রিয়
কেউ তোমাকে মন থেকে ভালোবেসে যাচ্ছে
এই ভালোবাসা কে ধ্বংস করো না
যদি আত্মার সম্পর্ক নষ্ট হয়
তবে দেহের মৃত্যু হবে
এমন ভালোবাসা হত্য করো না
যা অবয়বহীন ভাবে তোমাকে
বিবেকের কাছে অপরাধী করে তুলবে।