তুমি তো আমার নয়
তবে কেন তোমার জন্য মায়া হয়?
তোমার কথা মনে পড়ে
তোমার নাম শুনলে তোমার স্মৃতি কেন ভেসে উঠে?
শুনছি তুমি নাকি আমার নামটা ভুলে গেছো?
এটা কী সত্যি যে
তুমি আমার নামে ভালোবাসার অভিযোগ দিয়েছ?
আপসোস নাই, দুঃখ নাই
তুমি হারিয়ে যাবে আমি জানতাম
তুমি ভালোবাসলে হয়তো ভালোবাসা জেগে উঠতো।
তুমি কেন বদলে গেলে
সমস্যা নাই থাক তুমি তোমাকে নিয়ে
তোমার ব্যস্ততা শেষ হলে খোঁজ নিও।