পৃথিবীর মানুষ গুলো মনে হয়
আসলেই নিষ্ঠুর
কেউ আমায় বাসিলো না ভালো
আমি কত করে চেয়েছিলাম ভালবাসতে
কেউ আমায় সুযোগ দেয়নি একটুও
আমার তো তাদের মতো পাষাণ হৃদয় নয়
আমি পারি ভালবাসতে
তারা চাইলেও কিন্তু পারে না ভালবাসতে
তারা আর বাসিবে না ভালো
ভুল জায়গায় গিয়ে
ভুল মানুষের হাত ধরে
তাদের ভালোবাসা হয়ে গেছে কালো
আমি তো চেয়েছি আলো জ্বালিয়ে
তাহাদের ভালোবাসতে
আমি তাদের ভালোবাসি
আবেগ অনুভূতি সব দিয়ে
তারা কি আমায় বাসবে ভালো?
হৃদয়ের গভীর থেকে