অর্থ বিত্ত, সৌন্দর্য,নাম কিংবা আভিজাত্যের জন্য
যে তোমাকে চাই
তুমি তার কাছে যেও না।
এগুলো  হয়তো কিছুদিন পর থাকবে না
তুমি থেকে যাবে
কিন্তু তোমারে আর গণায় ধরিবে না।
তুমি যে একটা মানুষ
তোমার সেই সম্মান থাকিবে না
তুমি তো সম্পদ আর অর্থের সাথে সম্পর্কে যুক্তে
এখন যা নেই,তুমিও নেই।

তুমি এসেছিলে প্রয়োজনে
প্রয়োজন পুরিয়ে গেলে তুমি আর নেই।
তোমার যে স্বপ্ন ছিল তা আর নেই।

অন্ধবিশ্বাসে তুমি দিয়েছিলে পা ফাঁদে
তাহার তো ফাঁদ ছিল তোমাকে না
তোমার লাখ কোটি টাকার লোভে।

যার বেশি চাহিদা তার কাছে যেও না
যার মাঝে আছে সীমিত কিছু
সে যেন রাখে সুখে।
ছোট একটা বন্ধন হোক
তবুও থাক যেন সুখে..

নিজেকে করোনা শেষ
তুমি অবয়ব থেকে যাবে
হয়তো সব হয়ে যাবে নিঃশেষ