মহামারীর প্রতি অভিশাপ রইল
তোমাকে আমার সাথে দেখা হতে দিল না
অথচ আমরা কতদিন কেউ কাউকে দেখি না
কি কষ্টকর অপেক্ষাময় একটা সময়
তোমার সাথে দেখা নেই
তোমার সাথে কথা নেই
তোমাকে আর দেখিনা চিরচেনা শহরটাই
স্বপ্ন ছিল সংকট কেটে যাবে
আমাদের আবার দেখা হবে
আমি তোমার পিছু হাঁটব
তুমি নাহি বুঝলে
এমন এক সময় এলো
সংকট কেটে গেল
অথচ আমাদের দেখা নেই
শহরটাকে এত নিষ্ঠুর দেখ
তোমার আমার দেখা করতে নাহি দিল
তুমিও নাকি আসলে শহরে
আমিও তো ছিলাম
আকাশ বাতাস নিষ্ঠুর হয়ে বলে নি আমায়
আজ তুমি আমি ভিন্ন শহরে
জানি না আর দেখা হবে কিনা
কথার পথ তো তুমি বন্ধ করে দিলে
স্বপ্ন নিয়ে বেঁচে আছি
আবার দেখা হবে বলে
তবুও এই শহরকে বলে যায়
সে যদি আসে তোমার দ্বারে
তবে তুমি জানিও একটু মোরে