শুভ জন্মদিন প্রিয়
তোমার জীবন তোমার কাছে
ভালোবসেছিলাম আমি
এই অভিযোগে আমি আজ কেন অপরাধী।
আজ এই খুশির দিনে থাক তুমি সুখে
দুঃখ যাতে তোমায় না ছুঁতে পারে
সারাজীবন থাকো তুমি হাসি খুশি নিয়ে
সময় কাটুক তোমার নান্দনিকভাবে
তুমি নিজের মতো করে বাঁচো
নিজেকে ভালোবাসো
শুভ জন্মদিন প্রিয়
আমি তোমায় ভালোবাসি
তুমি নাহি বুঝ
আমার আর তোমাকে পাওয়া নাহি হলো
আমি তো চেয়েছি তোমায় বাসিতে ভালো
তোমার হৃদয়ে যদি দিতে মোরে একটু স্থান
আমি থাকিতাম চিরকাল তোমারই হয়ে চির অম্লান
শুভ জন্মদিন প্রিয়
কতদিন দেখিনি তোমায়
কেমন আছো তুমি?
তোমায় নিয়ে হৃদয়ে আছে শত গল্প আর কাহিনি
তুমি এমন কেন
তোমারে পাওয়া এত কঠিন কেন?
তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছেয় আমি ভীষণ ক্লান্ত
তুমি আমারই হয়ে যাও প্রিয়
সব কিছু নিঃশেষ করে
আবার যদি ভালোবাসো
আমি সবকিছু দিয়ে রাখিব তোমায় হৃদয়ে
ভালোবাসি ভালোবাসি বলিব
ওহে প্রেমহীন হাহাকার বুকের মানুষ
তুমি জয়ী হও
তোমার জন্য ভালোবাসা বাতাসে ভেসে আসে আর যায়
তুমি থাকিবে মোর প্রার্থণায়।