যে যাকে নিয়ে সুখে থাকতে চাই
তাকে নিয়ে সুখে থাকতে দিন
অযথা চাপ বাড়াবেন না
জীবনটা আপনার না
পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন
শুধু শুধু অন্যের জীবন ধ্বংস করে দিবেন না
আপনারা ভালবাসতে জানেন না
তাই ভালোবাসার মূল্য বোঝেন না
জোর করে চাপিয়ে দেওয়া কে জীবন বলে না।
জীবন সাজানো-গোছানো পূর্বপরিকল্পনা
আর এক বিশাল স্বপ্ন নিয়ে সাধনা করা
যে যাকে নিয়ে থাকতে চায় ভালো
তাকে যেভাবে ভালো থাকতে দিন
নিষ্ঠুরতা আর কুচক্রের জাল না লাগিয়ে
দুটি হাত এক করে দিন
কে কি বলল তা ভাবা বাদ দিন
কি এত আটকে রাখে আপনাদের
আপনারা না সুখ খুঁজেন?
কাক-কোকিল এক হলে সুখের গল্প কি বানাবেন
ভালোবাসা সংবিধান মানে না
ভালোবাসার উপর গণতন্ত্র চালিয়ে
দুটি মনের আত্মাকে হত্যা করবেন না
ভালোবাসার অভিশাপ নিবেন না
তাই ভালবাসুন,ভালবাসার হাত শক্তিশালী করুন সহযোগিতার হাত বাড়ুন
জীবনকে সাজিয়ে তুলুন।