তোমার ঐ সাদা এপ্রোনে
কি ভালবাসার জন্মে?
আমার ভালবাসা জন্মে ছিল
তোমাকে দেখে
তুমি কি জানতে চাও?

সেদিন ছিল না তোমার সাদা এপ্রোন
তখনও তোমায় চাই
চোখের ভাষা যদি বুঝতে
কতখানি চাই তোমারে
তোমাকে ছাড়া জীবন কাটিবে হয়তো আঁধারে
তোমার ভালোবাসায় আমি অসহায়
তবুও মনে আশা রাখি
একদিন যেন তোমার ভালোবাসা পাই
তুমি সাদা এপ্রোনে কেমন সুন্দর
দেখতে আমি চাই
আমি তোমার সফলতাকে বাসি নাই ভালো
শুধু তোমাকেই চাই
তুমি হবে আমার জীবনসঙ্গী
লক্ষ্য আমার একটাই