এক উত্তাল ঢেউয়ের আঘাত
সহ্য করার মত শক্তি যদি তোমার থাকে
তবে তুমি ভালবেসো
এক আকাশ অভিযোগ নেওয়ার মতো
শক্তি যদি তোমার থাকে তুমি ভালোবেসো

কান্নাকে দমিয়ে বুকে চেপে
সুন্দর একটা হাসি দেওয়ার ক্ষমতা থাকলে
তুমি ভালোবেসো
অন্যের মন বোঝার সমর্থ্য নিয়ে বেঁচে থেকো অবহেলার মানবিক আঘাত সহ্য করে
যদি তুমি ভালবাসতে পারো তবে এসো
ভালবাসার ফুল কাঁটাহীন গোলাপ নয়
ভালোবাসায় আহত হতে হয়
দুঃখজনক হলেও মানতে হয়
ভালোবাসতে গিয়ে কেউ কেউ শহীদ হয়
ভালবাসার তীব্রতায় রাস্তায় পাগল হয়
ভালোবাসা যত সুন্দর তত মর্মাহত
কারণ নিষ্ঠুরতার বিষাক্ত বেড়াজালে আটকে রয় ভালোবাসা
ভালোবাসা সহজ নয় হৃদয়ের শক্তি আর প্রেরণা দিয়ে ভালবাসতে হয়
তবুও মানুষকে বাসতে হবে ভালো
পৃথিবীতে করিতে হবে বিনিময়
ভালোবাসা এত সহজ নয়