যে মানুষটা আমার না হোক
যে আমায় অবহেলা করে।
যে আমার কথা এড়িয়ে চলে,
চোখে চোখ পড়েও ভিন্ন দিকে দর্শন করে।

সে মানুষটা আমার না হোক
যে আমি অবয়ব কে ঘৃণা করে
আমায় দেখলে অসস্থি অনুভব করে
কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

সে মানুষটা আমার না হোক
যে চলনা করতে পছন্দ করে।
মিথ্যের সাথে সংসার করে
মিথ্যা হাসি দিয়ে হৃদয় হত্য করে।

সে মানুষটা আমার না হোক
যে আমার বার্তা এড়িয়ে চলে
অন্যের বার্তা প্রেরণে ব্যাস্ত থাকে
সবুজ বাতি নিবিয়ে গল্পের কথোপকথনে ব্যাস্ত থাকে।

সে মানুষটা আমার না হোক
যে সবার সাথে উড়তে পছন্দ করে
সবার জন্য সাজে
অন্যের হৃদয়ে কড়া নাড়তে নিজেকে জাগ্রত করে

সে মানুষটা আমার না হোক
যে বাহানা দিয়ে চলে
অসংখ্য কারণ খুঁজে
ভুল জায়গায় গিয়ে নিজেকে ধ্বংস করেছে।

সেই মানুষটা আমার হোক
যে আমার গুরুত্ব বুঝে
আমায় নিয়ে স্বপ্ন দেখে
আমার জন্য বাঁচে
আমি অবয়ব কে হৃদয় দিয়ে ভালোবাসে।