সেই কবে থেকে তাকিয়ে আছি
তুমি কী একবারও দেখ নি?
অথচ তাকাতে তাকাতে
তোমার চেহারা মনে গেঁথে গেছে
কখন থেকে ডাকছি
একবারও শুনো নি?
অথচ ডাকতে ডাকতে
স্বরতন্ত্রী ছিঁড়ে বোবা হয়ে গিয়েছি আমি
কখন থেকে দাঁড়িয়ে আছি
শুধু তোমার অপেক্ষায়
তুমি এই পথ দিয়ে আসবে বলে
তোমার কোন দেখা নেই
অথচ আমি বাতি স্তম্ভের মতো ভেঙে পড়েছি
তোমার অপেক্ষায় থাকতে থাকতে