নিঃস্বার্থে নিঃসন্দেহে যারে আমি বাসি ভালো
সে যদি নাহি বুঝে মোরে
তবে এই দুঃখ আমি কাকে বলিব।
আমি তাহারে হৃদয়ে রাখি
সে কি মোরে রাখে তার ভাবনায়?

এত কঠিন কিছু বোঝে সে
বোঝে নাকো খালি মোরে।
আমি বুঝি এত কঠিনের চেয়ে কঠিন
তাই বলে লাগে না কি মনে?

তুমি আমায় কেন বুঝ না
আমায় কেন হৃদয়ে খুঁজো না।
আমি তো জানি যে তুমি আমার মতো না।
আমায় কথা তো স্মরণে আসে না
আমায় ছবি তো চোখেই পড়ে না
আমি অবয়ব টা মনে হয়
তোমার যোগ্য না।

সব দিয়ে যারে আমি বাসি ভালো
সে একটু ভালোবাসবে মোরে?
আমি তো ভালোবাসা চেয়েছি
চাইনি তো অন্য কিছু।

ভালোবাসা দিয়ে ভালোবাসা বিনিময় করি
এই যদি মোর অপরাধ হয়
তবে তুমি ক্ষমা করো মোরে
আর দোয়া করো সেই প্রভূর নিকট
কপালে যদি তুমি নাহি থাক
মোর হৃদয় থেকে তা যেন উঠিয়ে নেয়