❝যাকে পাওয়ার জন্য করে আছো এত আশা
আপসোস! সে বুঝলে  না  তোমার ভালোবাসা ৷❞

-সাইফুর রহমান চৌধুরী


❝অবহেলা যেখানে আছে
আমি সেখানেই নেই,
হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা।❞

- সাইফুর রহমান চৌধুরী

❝আমাকে ছাড়াও বিকল্প অবশন আছে।
আমি এত আহামরি কিছুই নয়।
তবে বুঝতে চেষ্টা করো নি,
না হয় ঠিকই আপসোস করতে।❞

  - সাইফুর রহমান চৌধুরী

❝জেনে রেখ প্রিয়
যারা প্রকৃত অর্থে বেশি ভালোবাসে,
তারা একটু বেহায়া হয়।
তার মানে এটা ভেবো না যে
তারা ব্যাক্তিত্বহীন❞ - সাইফুর রহমান চৌধুরী

❝তুমি আমার বন্ধু মানে শুধু আমার
আর কারো নয়
তোমার ওপর চলবে আমার ব্যাক্তিস্বাতন্ত্র
তুমি গণতন্ত্রে সুন্দর নও❞ - সাইফুর রহমান চৌধুরী