প্রেম এবং ভালোবাসা কখনও এক নয়
ভালোলাগার পর ভালোবাসা
আর ভালোবাসার পর প্রেম হয়
কাউকে তুমি ভালোবাসো
তার মানে এই নয় যে তুমি প্রেম কর
সে যদি তোমায় ভালোবাসে
তুমি যদি তাকে ভালোবাসো
এই একাগ্রতার সাথে প্রেম হয়
বিশ্বাসে ভালোবাসা দৃঢ় হয়
ভালোবাসার ভাঙনে
প্রেমের পতন হয়
প্রেম আর ভালোবাসা এক নয়
সবকিছু অটুট থাকলে ভালোবাসা
প্রাতিষ্ঠানিক রূপ পায়।
এই বন্ধন সবার জীবন রাঙিয়ে তুলুক
প্রেম-ভালোবাসাময়
প্রেম-ভালোবাসা এক নয়
সম্পর্ক হোক পবিত্রময়
ভালোবাসার পরই প্রেম হয়