আমি অবয়ব টা কে
যে ভালোবাসবে
সেই মানুষটা আমার হোক
অর্থ,বিত্ত,ক্ষমতা সবারই হয়
সেটার প্রেমে পড়া তো
ভালোবাসা নয়
তোমাকে যে ভালোবাসবে
সেই যেন তোমারই হয়
যে ভালোবাসায় থাকে না
কোন লোভ লালসা কিংবা অভিনয়
তুমি অবয়ব কে যে ভালোবাসবে
সে যেন তোমারই হয়
তুমি তোমার নিজের একটা সত্তা
তোমার ব্যাক্তিসত্তা যদি কারো প্রিয় হয়
তাহলে সেই মানুষটা যেন তোমারই হয়
তুমি সৃষ্টির সুন্দর মানব
তোমার মাঝে যা আছে
তাই যেন তোমারই হয়
অন্যের কাছে কী আছে সেটা
কখনও ভালোবাসা নয়
আমি অবয়ব টা কে যে ভালোবাসবে
সে মানুষটা যেন আমারই হয়।