অবহেলা করো না
আমি যে তোমায় ভালোবাসি সেটা কেন বুঝ না
আমাকে তুমি হারিয়ে যেতে দিও না
তুমি কী আমার মায়া বুঝ না
আমি যে তোমার খুবই নিকটে
তুমি হাত বাড়ালেই তো আমাকেই পাবে
তোমার ঐ চাহনিতে কি যে মায়া লাগে
তোমার মিষ্টি হাসিতে হৃদয় আমার মুগ্ধ লাগে
আমি তোমার দিকে তাকিয়ে থাকতে চাই বহুক্ষন
তুমি আমার চোখের দিকে তাকিয়ে থেকো
হৃদয় না ভরে যতক্ষন
তবুও আমারে অবহেলা কইরো না
অবহেলায় মানুষ হারিয়ে গেলে আর ফিরে পাবে না।
আমি হৃদয় থেকে তোমায় বাসি ভালো
তুমি ভালোবাসার শূন্যতা বুঝ না?
আমারে অবহেলা কইরো না
আমারে নিয়ে একটু ভাবো
মন খুলে হৃদয়ের সাথে হৃদেয়র কথা বল
অবহেলায় অনেক কিছু হারিয়ে যায়
আমি যাতে তোমার ভালোবাসার অভাবে না হারায়