যদি তুমি একবার বুঝতে চেষ্টা করতে মোরে
তাহলে এত কিছু হতো না
এত অভিযোগ আর অভিমান হতো না
জানি না তুমি আসবে কি না আর
বাসবে কি না ভালো
অভিমানের পাহাড় জমে গেছে
আসবে কী আমায় সান্ত্বনা দিতে
তবে মনে হয় তুমি একদিন আসবে ফিরে
তোমার চোখে আমার ভালোবাসার মূল্য
আমি নাহি দেখিতে পায়
আমি বারবার ভেঙে পড়ি
আর তুমি কিনা নির্লিপ্ত হও!
তুমি আমার অভিমান আর কবে বুঝবে?
তোমার সাথে কথা বলার জন্য অভিমান হয়
তোমার নীরবতা আমাকে কষ্ট দেয়
চুপ থাকতে থাকতে বাকশক্তি আর কোথায়?
আমি তো নাহি চাই
আমার অভিমান ভোঁজা হয়ে যাক
আমি চাই তুমি একটি বার মোর কথা ভাবো
আমার জন্য একটু সময় দাও।