যদি মোর মাঝে ভালোবাসা নাহি খুঁজে পাও
সরাসরি বলে দাও
মানসিক সুখ নাহি পেলে
হাসিমুখে চলে যাব
আমি কারো বিরক্তের কারণ নাহি হব
মিথ্যা আশায় বসে নাহি থাকিব।
আমার শূন্যতায় তোমার মন খারাপ হোক
আমারে দর্শনের তৃষ্ঞা জাগুক
মন খারাপের সময় আমায় মনে পড়ুক।
হৃদয়ে তোমাকে হারানোর যন্ত্রণা হয়
যদি প্রকাশ পেত আসমান জমিন কান্নায় ভেঙে পড়তো
এত কিছু বুঝার শক্তি দিল সৃষ্টিকর্তা
দেয়নি শুধু হৃদয়ের ব্যাথা বোঝার ক্ষমতা,
ভেতরে চাপা দুঃখ
কেউ তো বুঝতে চাই না।
একটা সময়ে সব কিছু ছেড়ে দিতে হয়
সব কিছু মেনে নিতে হয়
কাউকে দুঃখ দেওয়া কিংবা সুখ কেড়ে নেওয়া
আমার ধর্ম নয়।
চলে যেতে হয় তাই চলে যাব
না হয় থেকে যেতাম হাজার বছর তোমার সাথে
তোমার হাত ধরে পাড়ি দিতাম লম্বা কোন পথ।
তোমারে পাওয়াও আমার স্বপ্ন ছিল!
তুমি নাহি বুঝিবে
যে হৃদয়ের কথা বুঝে না
দুঃখের সাগরে ভাসিয়ে দিতে দ্বিধাবোধ করে না
তার তো এগুলো মাথায় আসে না।
তোমার কাছে আমি বড় অসহায় হয়ে গেছি
ভালোবাসার সবটুকু দিয়ে
যদি তুমি ভালোবাসা দিতে আবার
তবুও বেঁচে থাকতে পারতাম
ভালোবাসাটুকু জড়িয়ে।
না বলা কথা গুলো অভিমান হয়ে গেছে
জানি না প্রকাশ পাবে কিনা?
তোমার প্রত্যাশা তোমারই হোক
দুঃখ গুলো দূর হোক
জড়িয়ে থাকুক সুখ গুলো
তোমার হাসিতে আমি হাসি
দূর থেকে তাকিয়ে দেখি
তুমি কত সুখী।
তোমাকে প্রত্যাশা করে দুঃখ পুষিয়েছি
কে জানবে যে মিথ্যা হয়ে যাবে সবই।