অপ্রাপ্তির দহনে পুঁড়ে
ছারখার হয়েছে মোর অভিমানী পৃথিবীটা
ভালোবাসার সময় গুলো এখন যোজন যোজন দুরুত্বের
আমি বুঝি প্রাচীন ভাগ্যহত কোন মানব?
আমি তো অধরা ছিলাম এই ধরণী জুড়ে আর তোমাতেই
তখন তো তোমার একটু ভালোবাসা পেলেই
তলিয়ে যেতাম ভালোবাসার পৃথিবীতে
যে লোভে স্বার্থে যে স্বপ্নে তুমি আমায় অবহেলা করেছ
প্রশ্ন শুধু এখন কী তুমি সব পেয়েছ?
হলফ করে বলিতে পারি সুখ সইবে না
ভালোবাসার সম্মান না দিলে
সুখের চাদরের স্পর্শ যে  মিলে না
সুখ যদি ভুল জায়গায় খুঁজো
তবে পাবে কী করে
ঠিক জায়গায় তো তুমি অবহেলা করে এড়িয়ে গেলে