আমার কবিতায় তুমিই নায়িকা,তুমি প্রেমিকা
আমার স্বপ্নে তুমি তুমি কবিতার ভালোবাসা
বাস্তবতায় আমি হয়তো অসহায়
তবুও তো কবিতায় কখনও মিথ্যা লিখি না।
তোমার চোখ আর মায়াবী চাহনিতে তোমার প্রেমে পড়ে যায়।
তোমার মতো প্রেমিকা থাকবে বলে
মানুষকে ভালোবাসতে শিখেছিলাম।
মাঝে মাঝে নিরালায় বসে ভাবি
কী অবিচার আমার প্রতি?
মেঘ না থাকলেও তো বৃষ্টি ঝরে
আমাকে তো দিতে পারতো তোমার করে।
এই ধরণীর পরে আর কি ধরণী আছে?
আছে কী আরেকটি জীবন?
তবে কোন হিসেবে খাতা মোর শূন্য
মোর কী কিছুই পাওয়ার নেই,
চেয়েছি তো শুধু ভালোবাসা।