অপেক্ষা শব্দটির ব্যবহার হতো না
যদি প্রত্যাশার অনিভূতি সবাই বুঝে নিত
অপেক্ষা ভয়ংকর কষ্ট
আমি তেমাকে আমার করে রাখতে পারি নি
তুমি ছিলে তোমার হয়ে।
মানুষ কী কষ্ট পেতে ভালোবাসে?
ভালোবাসা মানুষকে কতটুকু ভালোরাখে
মানুষ ভুল মানুষকে ভালোবাসে
যে তার মন ভেঙে দিবে
ভালোবাসার প্রত্যাশা হয়ে।
তোমাকে ভুলে থাকাই শ্রেয়
কিন্তু মায়া যে কাটে না!
তুমি এক আকাশ অবহেলা ছুঁড়ে মারলে।
ভালোবাসা পেতে হলে কী অবহেলা লাগে?