নতুন আরেকটি বছর চলে এলো
তোমার নাহি খোঁজ
এমন একদিন ছিল বছরের শেষ সূর্য ডুবে গেল
সবার আগে নতুনবর্ষের শুভেচ্ছা তুমি গ্রহণ করিলে
আজ তুমি নেই
খুব মনে পড়ে সেই মুহুর্তের স্মৃতি
কবে আসবে তুমি
কবে আমার বন্ধু হবে
আমায় ভালোবাসবে।
তুমি নতুন বছর রাঙিয়ে তুল
তোমার কোন প্রিয় মানুষকে নিয়ে
আমি না হয় শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে দিলাম পৃথিবীকে
যে পৃথিবীতে রঙিন আলোয় রাঙিয়ে দিবে নতুন বছরে
ভালো থেকো তুমি
নতুন বছরে মতো নতুন হোক তোমার জীবন
তুমি তোমার ভালোবাসার মানুষ পাবে ঠিকই
তোমারে ভালোবাসার মানুষ পাইবে না
তোমারে যে ভালোবাসি আমি
নিজের সবটা দিয়ে হৃদয়ের মনিকোঠায় রাখি
শুভেচ্ছা নিও আমার প্রিয় মানুষটি।