নারী তুমি কিসে আটকাও?
প্রেম ভালোবাসা নাকি
অর্থ বিত্ত আভিজাত্যই
নারী আটকায় ভালোবাসায়
নারী আটকায় যত্নে
নারী বাঁচে ভালোবাসায়
নারী থাকে সম্মানে
নারী আটকে যায়
সুন্দর ভালোবাসার বন্ধনে
আন্তরিকতার চাদরে
জীবনের টানে
নারী আটকে যায়
পুরুষের আদর সোহাগ ভালোবাসায়
নারী আটকায় না অর্থ বিত্ত সম্পদে
নারী যদি আটকে যায় লোভ লালসায়
ধ্বংস হবে তার নিশ্চিত
আজ না হয় কয়েকদিন পরে
নারী সীমানাতেই সুন্দর
নারী তুমি সম্মান রেখো তাহার
যে তোমায় ভালোবেসে আটকে রাখে সারা কাল