আমি পৃথিবীর সব নারীকে
খারাপ বলতে পারি না
আমার বড় দুঃখ হয়
কদাচিৎ কয়েকটা বিচ্ছিন্নতার ফলে
সবাই কেন দায়ী হয়
আমি সব নারীকে খারাপ বলিতে পারিনা
আমার তো সেই নারীর কথা মনে পড়ে যায়
যে নারী আমার মমতাময়ী মা
আমার তো সেই নারীর কথা মনে পড়ে যায়
যে নারী আমার আদরের ছোট বোন
আমার তো ঐ নারীর কথা মনে পড়ে
যে নারী আমায় ভালোবাসে
তারা তো সবার সাথে যায় না
আমিও তো পারি না
তাদের কে তুলনা করতে কিংবা ওদের সাথে দাঁড়াতে
তারা তো আমারই
নারী তুমি দোলনা দোলাও
তুমি বিশ্ব শাসন করো
এমন কিছু করো না
সবাই না যাতে একসাথে দাঁড়াতে হয়
তবে ঘৃণা,অভিশাপ আর ধ্বংস হোক তাদের
যারা জীবনকে করে ধ্বংস
জাতি কে করা অপরাধী
ভালোবাসাকে করে দুবির্ষহ