তুমি তো বললে, না পেয়েও নাকি ভালোবাসা যায়
আমি না হয় তোমাকে না পেয়ে ভালোবাসলাম।
ভালোবাসার যন্ত্রণা তুমি বুঝিবে না
কারণ তুমি তো মানুষ হয়ে কাউকে বাসোনি ভালো

না পেয়েও নাকি ভালবাসা যায়
তুমি হয়তো জানো না
কীভাবে ভালো থাকা যায়
ভালোবাসার মূখ্য বিষয় তো ভালো থাকা
তবে তুমি কি করে বুঝলে বল
না পেয়ে ভালোথাকা যায়
মোটেও নয়, এক বুক যন্ত্রণা আঘাত নিয়ে
নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা এত সহজ নয়
না পেয়েও ভালোবাসা যায়?
ভালো থাকা নয়
ভালোবাসার মুখ্য বিষয় যদি ভালো থাকা হয়
তবে আমি কেন নয়?
তুমি এত নিষ্ঠুর কেন?
আমি তো তোমার মতো নয়
একটু ভালোবাসলে কী হয়?
মনে রেখ প্রিয়
অন্য কে যন্ত্রণা দিয়ে যদি সুখ খুঁজে পেতে চাও
তবে তুমি দুঃখের রাজ্যে হারিয়ে যাবে
তোমার যন্ত্রণা হয়ে যাবে মহাপ্রলয়