তুমি কী জান
তোমার একটি নক এর অপেক্ষায়
কেটে যায় কত সময়
অথচ তুমি আছো তোমায় নিয়ে
ব্যস্ততা তুমি আমাকে বোঝাও
তুমি হয়তো ভাবো আমি বুঝি না
আমার মতে আহাম্মক দুনিয়ায় নাই
কিন্তু আমি বুঝি
তোমার সময়ের মূল্য আছে
আমার সময় আমার অনুভূতি সেগুলোর কোন
কোন মূল্য নেই
এতটা তুচ্ছ আমি নয়।
তোমার অভিযোগ এতটা গভীর যে
কিছু না বলে থাকা সম্ভব নয়
আমি কী তোময় খুব বিরক্ত করি?
দীর্ঘদিন পর নক দিলাম
তোমার খবর জানতে চাইলাম
এ কী মোর অপরাধ
ভালো নাহি বাসিবে
এ আমি জানি
তুমি তো ভালোবাসার মানুষ নয়
নিষ্ঠুরতা দিয়ে তৈরি হৃদয়
তুমি আছো তোমায় নিয়ে
এত আত্মকেন্দ্রিক মানুষ কীভাবে হয়?
তুমি আমার হবে না
আমিও আর চাই না তোমায়
তোমায় পেয়ে গেলেও হৃদয়ের যন্ত্রণা বেড়ে যেত সময় অসময়
মানসিক চাপে হ্রাস পেত সমস্ত শক্তি আর সময়
তুমি ভালো থেকো
তোমার কোন মানুষ নিয়ে
ভালোবাসার যন্ত্রণা তুমিও বুঝিবে
আমার মতো একদিন পরিস্থিতি তোমাকে দাঁড় করাবে
তুমি তোমার হয়ে থাক
মানুষকে আর নাহি ভালোবাসো