সুন্দর নিরিবিলি পরিবেশ
বসে আছে কোন এক প্রেমিক যুগল
হাসি গল্পে কথা হচ্ছে
হঠাৎ করে একজন বলে উঠল
আমি তোমায় ভীষণ ভালোবাসি
অপরজন মিষ্টি সুরে বল উঠল
আমি আরও বেশি ভালো।
আপসোস লাগে তখনই
দু'জনেই মিথ্যে বলছে উভয়ই
তারা নাহি ভালোবাসে
সময়ের কল্যাণে আসে
সময় শেষ হয়ে গেলে তাদের বিলুপ্ত ঘটে
নেই কোন বিশ্বাস নেই কোন আস্থা
হাস্যকর মনে হল
এটা নাকি ভালোবাসা।
যে বেশি ভালোবাসে তাহারে দেখলেই বুঝা যায়
ভালোবাসা কতখানি
যদিও সে বলে নাহি বেড়ায় ভালোবাসি ভালোবাসি তোমারে
হৃদয়ের সাথে যার হৃদয়ের চুক্তি হয়
সে বুঝে ভালোবাসা কারে কয়?