আমি মানুষ চিনে গেছি
প্রতিদিন শিখছি জানছি দেখছি
আমি মানুষ চিনে গেছি।
আমি মানুষ কে দেখেছি
কীভাবে মিথ্যাকে সাজিয়ে
ভালোবাসি ভালোবাসি বলতে।
আমি মানুষ থেকে শুনেছি
কীভাবে অবহেলায় মৃত্যু হতে।
আমি মানুষের একাকিত্বের চিৎকার শুনেছি
মিথ্যা প্রতিশ্রুতির বেড়াজালে আটকে
নিজেকে শেষ করে দিতে দেখেছি।
আমি মানুষ চিনে গেছি
সবুজ বাতি জ্বলা থাকা অবস্থায়
ম্যাসেজ এড়িতে যেতে,
নক দিয়ে হারিয়ে যেতে
রিপ্লাই এর অপেক্ষার প্রহর গুণতে,
একটিভ স্ট্যাটাস অন করে স্টোরি দিতে।
আমি মানুষ চিনে গেছি
দেখেও না দেখার ভান করতে
সত্য কে মিথ্যার আড়াল করতে।
আমি মানুষ কে চিনে গেছি
মানুষের সরলতার সুযোগ নিতে
একই ভুল বারবার করতে
মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়াতে।
আমি মানুষ চিনে গেছি
মিথ্যে প্রেমের অভিনয় করতে
মানুষকে মানুষ ব্যবহার করতে।
কাছের মানুষ না চিনতে
আন্তরিকতার অবহেলা করতে।
নিঃস্বার্থকে স্বার্থ মনে করতে
আমি মানুষকে চিনে গেছি
মানুষের আচরণ, রুচি আর কথা দেখে
আমি মানুষকে চিনে গেছি
তার চোখের দিকে তাকিয়ে।
আমি মানুষ কে চিনে গেছি
হাসির মাঝে কাঁদাতে
সুন্দর ভাষায় অপমান করতে
মনের ক্ষোভ অহংকার ঘৃণা একজনের ওপর চাপাতে
সময়ের প্রয়োজনে মানুষকে ব্যবহার করতে
সোহাগের নামে যন্ত্রণার পাহাড় তুলে দিতে।
আমি মানুষ চিনে গেছি
ভালোবাসা প্রত্যাশা করেও না পেতে
ভালোবাসি ভালোবাসি বলেও
ব্যাক্তিত্ব আর মনুষত্ব বিসর্জন দিতে
তবুও মানুষ যে ভালোবাসে
আমি মানুষ চিনে গেছি
মানুষ হয়ে জন্মে
মানুষের সাথে মিশে
নতুন নতুন শিখেছি
তবে আমি তাদের মতো নয়
মানুষ মতো মানুষ হতে চাই
সুন্দর ভালোবাসার পৃথিবী গড়তে চাই।