অর্থবিত্ত আর আভিজাত্য
যেখানে আছে সেখানে যেও না
তুমি মানুষ হিসেবে সম্মান পাবে না
ক্যারিয়ার যেখানে প্রাধান্য পায়
সেই সম্পর্কে জড়িয়ে যেও না
ক্যারিয়ার আজ আছে, কাল নেই
তাই বলে তোমাকে ছাড়া কি চলবে না?
ক্যারিয়ারের সাথে ক্যারিয়ারের সম্পর্ক যেখানেই হয় সেখানে কখনও যেও না
মানুষের সাথে মানুষের সম্পর্ক যেখানে হয়
সেখানেই হাত বাড়াও
মানুষ কে ভালোবাসো
ভালবাসো তার ব্যক্তিত্বকে
অর্থবিত্ত আভিজাত্য নয়
পৃথিবীটা মানুষের হোক
ছড়িয়ে যাক ভালোবাসা
বন্ধন হোক হৃদয়ের সাথে হৃদয়ের