মানুষ ভালোবাসতে গিয়ে বারবার ঠকে যায়
তবুও তো মানুষ ঠকছে জেনেও ভালোবাসে।
মানুষ ভালোবাসা বুঝে
মানুষের ভালোবাসা লাগবেই
ভালোবাসতে বাসতে মানুষ জীবন দিয়ে দিবে
তবুও ভালোবাসতে হবে।
ভালোবাসাতে আসলেই কী আছে?
মানুষ ভলোবাসাতে ভালোলাগা খুঁজে।
মাঝে মাঝে ভালোবাসার কাছে মানুষ অসহায় হয়ে পড়ে।
তবুও মানুষ ভালোবাসে
পাই না পাই তবুও কেন মানুষ মানুষকে ভালোবেসে যায়।
মানুষের ভালোবাসা বুঝা বড় দ্বায়।
কত না জীবন ধ্বংস হয়েছে ভালোবাসতে গিয়ে
কত তরুণ রাস্তায় পাগল-উম্মাদের মত ঘুরে শুধু ভালোবাসতে গিয়ে।
ভালোবাসা কী আসলেই কঠিন?
নাকি মানুষ?
ভালোবাসা সুন্দর, ভালোবাসায় ভালোলাগা
ভালোবাসায় সুখ, ভালোবাসায় বহমান জীবন।
এই শহরে ভালোবাসা হারিয়ে যায়
ভালোবাসার টানে মানুষ সব ছেড়ে দেয়
ভালোবেসে   অচেনা কে আপন করে নেয়।

ভালোবাসার কাছে কেন মানুষ হেরে যায়?
ভালোবাসতে গিয়ে কেন অবহেলিত হয়?
ভালোবাসা তো এমন নয়?
যদি ভালোবাসা নাহি থাকে
অস্তিত্ব কীভাবে থাকিবে মায়ার?
আপন করিবে কে মানুষরে?
মানুষ তো ভালোবাসা খুঁজে
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা হয়।

মানুষ ঠকে যাক, হেরে যাক, সব কিছু বিসর্জন দিয়ে দেক
তবুও ভালোবাসা লাগবেই।