যাকি তুমি ভালোবাসো
তাকে তুমি বলে দাও
তাকে তুমি চাও
মন প্রাণ উজাড় করে
তাকে তুমি ভালোবাসো
পাও না পাও সেটা ভাবার বিষয়
তোমার মনে যে ভালোবাসার আবেগ
তা যেন মন খুলে তার কাছে প্রকাশ পায়
যদি তুমি সত্যিই ভালোবাসো
তবে তোমার সাহস আছে
কারণ সাহসীরাই ভালোবাসে
কাপুরুষরা ভালোবাসা ধ্বংস করে

হৃদয়ের সব শক্তি এক করে ভালোবাসা প্রকাশ কর
তুমি তাকে ভালোবাসো
প্রকাশ করলে ভালোবাসা একধাপ এগিয়ে যায়
এমন ভাবে বল, সে যেন
মাথায় রাখে তুমি তাকে ভালোবাসো
সাহস করে সত্য বল
তুমি তাকে ভালোবাসো