চলো ঘুরে আসি
কোন এক লম্বা জার্নিতে
তোমার আমার প্রিয় গান গুলো বাজবে
তুমি তাকিয়ে তাকিয়ে হাসবে আমার দিকে

প্রকৃতির এই অপরূপ চলন্ত সৌন্দর্য দেখব দুজনে
চারদিকে সবুজ আর মায়ায় ঘেরা
চোখ ফেরাতে ইচ্ছে করে না
তবুও তাকিয়ে থাকতে চাই
তোমার ওই চোখের দিকে
ক্লান্ত সময় পার হবে
তোমার চোখে ঘুম ধরবে
তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে
নিশ্চিন্তে নিঃশব্দে নিস্তব্ধ হয়ে
মনে মনে ভাবলাম জার্নির মজাটা মনে হয় এখানেই
এমন মুহূর্ত সবার জীবনে আসুক
ভালোবাসা বিলিয়ে