এই শহরে ভালোবাসা মানবতা বিরোধী অপরাধ
না পাওয়ার আক্ষেপটা
তাই যাবজ্জীবন কারাদণ্ডের মতো,
একদিন ঠিকই অভ্যাস হয়ে যায়।
আর পেয়ে হারানোর যন্ত্রণাটা একটা টর্চার সেল।
যে টর্চার সেল থেকে আকাশ দেখা যায় না,
অবহেলার চাদরে মোড়ানো।
আকাশের দিকে মুখ তুলে
মুক্তির প্রার্থনা করা যায় না।
ভালোবাসি-ভালোবাসি তীব্র চিৎকারে
জীবন উৎসর্গ করেছে কতজন কে জানে?
আত্মার কঠিন মৃত্যু হয়
এরপর ধীরে ধীরে দেহের মৃত্যু।

একা থাকার অভ্যাস হয়ে গেলো যার,
অন্ধকারে তার দম বন্ধ লাগে না।
অধিকার না পেলে মানুষ মরে না।
অধিকার পেয়ে অধিকার হারায় ফেললে
মানুষ ছটফট করে মরে।
মানুষ অভ্যাসে বাঁচে
ভালোবাসাহীন যে বেঁচে থাকে
ভালোবাসার অভাবে সে মরে না।
মোহ আর আর্কষণ কেটে গেলে
সবাই বাস্তবতা কে মেনে নিতে বাধ্য হয়!
সবই সহ্য করা যায় কিন্তু ভোলা যায় না
লাগবে না ভালোবাসা!!!!!!