অনেক কথা জমা হয়ে গেছে
বলা হয় নি কথা
শুনবে কে এসে?
বুঝার নাই তো ভাষা।

মাঝে মাঝে ইচ্ছে হয়
কেউ যদি এসে বলে
আমি তো শুনিব তোমার সব কথা
বল প্রাণ খুলে সব কিছু এক করে।
আসে নাই তো কেউ
বলেনি তো সেই ভাষা।

মানুষ কথা কয় না
যন্ত্রের দুনিয়া সব কিছু বোবা
অথচ তারা  কী জানে না
কথা ছাড়া মানুষ বেশি দিন বাঁচে না
জমানো কথা রয়ে গেছে
কেউ শুনতে আসে না।

কথা যদি কেউ না বলে
পাথর হয়ে যায় কথামালা
কে শুনবে মনের কথা?
যে কথা গল্পে গল্পে বিনিময় হবে
স্মৃতি বিজড়িত সব খুলে বলা হবে।

কথার গতি দেখে বুঝা যায়
কত কথা জমে আছে।
কে শুনিবে কার কথা?
না বলা কথা রয়ে গেলে
রয় যায় ব্যাথা।

এখন মানুষ স্বপ্ন দেখে
মনের কথা বলিবে
শুনিবে কে মন দিয়ে?