তুমি আমায় কথা দাও
আমায় ভালোবাসবে
আমার হয়ে থাকবে
আমায় নিয়ে স্বপ্ন দেখবে।

তুমি আমায় কথা দাও
আমার চোখে তাকিয়ে আমায় দেখবে
আমাতেই সব খুঁজে পাবে।

তুমি আমায় কথা দাও
সব প্রেম আমাকেই দিবে
আমার সবকিছুতেই তুমি থাকবে
আমার হৃদয় পিঞ্জিরায় আটকে থাকবে।
তুমি আমায় কথা দাও
আমারেই শুধু ভালোবাসবে
আমার দুঃসময়ে তুমি পাশে থাকবে
সু সময়ে ভালোবাসা দিয়ে তুমি আগলে রাখবে।

তুমি আমায় কথা দাও
সব সুখ আমায় ঘিরে
তোমার হাসির অনুভূতি সব আমাকেই নিয়ে
আমি যেন তোমার মাঝে বেঁচে থাকি

তোমার সবকিছুতেই যেন আমাকেই রাখি
আমি তোমায় দিচ্ছি কথা
রাখব তোমায় যতনে
মনের মনিকোঠায় রাখিব তোমায়
তুমি রবে গোপনে।
কঠিন সময় যদি আসে আবার
থাকব তোমার পাশে
দুজনের ভালোবাসায় গড়ে উঠবে পৃথিবী
সুন্দর সুখের আহ্বানে।

তুমি আমার বিশ্বাসের সাথী
তাই তোমার কাছে কথা দিলাম
থাকব তোমার হয়ে
সারাজীবনের প্রতিশ্রুতি।