গোধূলি বেলায় তুমি আমার সাথে হাঁটতে যাবে?
বৃষ্টি ভেঁজা পথ আর রাস্তার ঝিলমিল আলোয়
তুমি কী আমার সঙ্গী হবে?
তুমি যদি সাথী হও, তবে গল্প জমবে
হাঁটার গতি কমবে
মিষ্টি মিষ্টি কথা,গল্প আর তোমার ঐ সুন্দর হাসিতে
হৃদয় জুড়িয়ে যাবে।
বহমান পথে কথার মাঝে শক্ত করে হাতটা ধরবে
থেমে যাব কোন রাস্তায়
কোন এক ছোট্ট দোকানের চা বিরতিতে
চায়ের চুমুকেই গল্প হবে কথা হবে
মিষ্টি সুরে গান হবে।
ইচ্ছে করবে সেই গান ধরিতে
এই পথ যদি না শেষ হয়
কিংবা চলো হারিয়ে যায় দুজনে এই পথের শেষ প্রান্তে।
হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলে বৃষ্টি বিলাস হবে
তুমি দেখিবে আমার দু চোখের দিকে
আমি তাকিয়ে থাকব
তোমার ঐ মায়াবী চাহনিতে
কী যেন মিষ্টি মধুর কথা হয় চোখে চোখে
সময় টা রাঙিয়ে তুল তুমি অবাক রূপে,
কেন যেন সবকিছু যেন সবই তোমায় ঘিরে।
কিন্তু তুমি আমার কল্পনায়!
আমি তোমায় কল্পনাতেই আঁকি
কল্পনাতেই তোমার সাথে কথা বলি
তুমি তো আমার কবিতার প্রতিচ্ছবি।
আমি তোমায় নিয়ে কথা বলি।
যদি তুমি পড়ে থাক মোর কথামালা
তবে বুঝে নিও প্রিয়
আমি তোমায় সত্যিই ভালোবাসি।