এই শহরে কত পশু পাখি
মানুষ তো তার চেয়ে অনেক বেশি।
এত এত মানুষ তবুও কেন কিছু মানুষ একা?
আচ্ছা বলতো? এই শহরে মানুষ একা কেন?
মানুষ তো মানুষের সাথে মিশে যাওয়ার কথা
এর মাঝেও এত নিঃসঙ্গতা কেন?
তাদের কেউ নেই তাদের তো বুঝে না কেউ
বুঝিবে কেমনে?
চেষ্টাও তো করে না কেউ।
কেউ তাদের বুঝে না।
তারা কী চাই?
কেউ তো একবারও এসে বলল না
তুমি এমন কেন?
মন খারাপ?
কী হয়েছে তোমার?
মন খুলে বল!
চরম হাতাশার দ্বার প্রান্তে কাটেছে সময়।
কোথায় তার প্রিয়জন, পরিবার, বন্ধু, স্বজন?
নিল না খোঁজ
নিঃসঙ্গতায় কাটছে সময়
কেউ তো দিল না সঙ্গ তোমায়।

নেই কোন প্রিয়জন, আছে শুধু প্রয়োজন
বাসে না কেউ ভালো।
অবহেলায় পড়ে আছে জীবন
দেখে না তো কেউ।

এতএত জনবহুল শহর তবুও আমি একা
এত কাছে কাছে মানুষ থাকে
বুঝে না তো মনের ভাষা।
মানুষ এমন কেন?
না পারে ভালোবাসিতে
না পারে মন বুঝিতে।
আমিও তো চাই
কেউ এসে সঙ্গ দিয়ে বলুক
আমি আছি পাশে
ইনশাআল্লাহ দুঃখ সবই যাবে চলে।