আমার খুবই কষ্ট হচ্ছে
তোমারেই দেখে
আমার দম বন্ধ হয়ে আসছে
তোমার পরিস্থিতি দেখে
আমি সহ্য করতে পারছি না আর
তোমার দিকে তাকিয়ে
তোমারেই বিশ্বাস করেছি আমি সেই প্রথম থেকে
আর তুমি কি না ঘুরে বেড়াও
সাদা-রঙিন শাড়ীতে অন্য মানুষের সাথে
তোমার অপরাহ্ন আর সন্ধ্যা সুন্দর কাটছে
ভালোলাগার মুহুর্তে
তুমি এমন কেন?
কীভাবেই বদলে গেলে?
একটা জঘন্য অনুভূতি নাড়া দিয়েছে মোর হৃদয়ে
নিজের ভালোবাসার মানুষ
অন্য কাউকে ভালোবাসতে দেখে
এমনটা তো হওয়ার কথা ছিল না
তবে সেই মুহুর্ত স্মৃতি হয়ে থাকবে
যেখানে সত্য সুন্দর ভাবে ফুটে উঠেছে
আমি চাক্ষুস সাক্ষী হয়ে দাঁড়িয়ে দেখলাম সবই
আমিও তোমাকে চিনে নিলাম জেনে গেলাম সবই
তুমিও তো দারুণ চলনা করতে জানো
এটা কখনও ভাবি নি আমি!
আমাকে ক্ষমা কর
আমি আর পারছি না ধরতে তোমার মায়ার স্মৃতি
ভালো থেকো ভালোবাসা
তোমার ভালোবাসার সেই মানুষ নিয়ে
সুখ তুমি খুঁজে নাও অন্য কারোর হাত ধরে।