জোৎস্না রাতের মিটিমিটি আলোয়
তুমি কী চাঁদ দেখিতে যাবে?
নিঃস্তব্ধ আকাশে মিটিমিটি তারা জ্বলে
দখিনা বাতাস আর হিমেল হাওয়ায়
তুমি কী আমার সাথে মিষ্টি সুরে গান ধরবে
আমি তো গাহিব সেই গান
যে সুরে তুমি হবে অম্লান
আমার সুর তুমি ধরবে
তোমার সুর আমি
চাঁদনী রাতে ঝলমল করবে
তোমার ঐ সুন্দর চাহনি
আমি চাঁদের আলোর সৌন্দর্য
দেখিতে চাই তোমার দিকে তাকিয়ে
তুমি হাসবে আর মধুর সুরে গাইবে
মনে হবে গভীর এই রজনী তে
কে যেন ভালোবাসা বিলিয়ে দিচ্ছে
সুরে সুরে