যদি ভালোবাসো
তবে তোমায় আপন করে রাখিব
সবটা দিয়ে আগলে রাখব
যদি ভালোবাসো
সু সময়ের সাথী হব
দুঃসময় পাশে থাকব
কাঁদো কাঁদো চেহারায় অশ্রু মুছে দিব।
শক্ত করে হাতটা ধরে ছায়ার মতো পাশে থাকব
মন ভাঙা মুহুর্তে জড়িয়ে ধরে বুকে টেনে নিব
শান্তির মুহুর্ত অনুভব করবে
সবকিছু ভাগাভাগি করে নিব।
যদি ভালোবাসো
ঘুম ঘুম চোখে আমার কাঁধে মাথা রেখ
ক্লান্ত সময়ে আমার কোলে ঘুমিয়ে যেও
আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিব।
যদি ভালোবাসো
তোমার কাজের সঙ্গী হব
একসাথে জীবনটা ঘুচিয়ে নিব
যদি ভালোবাসো
অভিমান ভেঙে কাছে টেনে নিব
সোহাগ দিয়ে আগলে রাখব।
যদি ভালোবাসো
চায়ের কাপে গল্পের ঝড় তুলব,
ভালোবাসার অমর কবিতার লাইন গুলো শোনাব
যদি ভালোবাসো
জোৎস্না রাতে চাঁদ দেখতে ছাদে যাব
হিমেল হাওয়ায় তোমার পছন্দের গানগুলো গেয়ে শোনাব।
নিজের মতো করে সাজিয়ে দিব,
তুমি যেন তোমার তুলনা হও
যদি ভালোবাসো তবে কথা দিও
একসাথে সারাজীবন কাটিয়ে দিব।