জানি ভালোবাসিবে না
নিবে না খোঁজ
আমি তো কেউ ছিলাম না তোমার
মনে করবে কেন রোজ।
আমি তো বেসেছি তোমায় ভালো
আমি নিব খোঁজ
তুমি না বাসলে তোমায় ভালোবাসি রোজ
হৃদয় থাক তুমি
কল্পনায় তুমি
তুমি তো হারাবে না অন্তর থেকে
কারণ ভালোবেসেছি তো আমি।
তোমার দেখিতে চাই এই হৃদয়
মন খুলে বলিতে চাই কথা।
হলো আর কোথায়?
হারিয়ে গেলে তুমি ব্যাস্ততায়
সময়ের কল্যাণে তুমি বহুদূর
দুরুত্ব কী ভালোবাসা বাড়ায়?
তবে আমি জানি গুরুত্ব না থাকলে দুরুত্ব কী করিবে?
ভালোবাসা যদি থাকে গো হৃদয়ে
কী এমন শক্তি আছে যা তোমারে ভুলাবে
যদি তুমি ভালোবাসো মোরে
সব দিয়ে বাসিও মোরে
আমি তোমারই অপেক্ষায় থাকি
তেমায় ভালোবাসি
মনের আকাশে তোমার ঘুড়ি উড়ায়।